Ajker Patrika

লালপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫ 

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫ 

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার রাতে নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া চিলান গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মো. মহসিন আলম (২৮), মৃত তৈয়ব আলী সরদারের ছেলে মো. মোখলেসুর রহমান, ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নসিম উদ্দিন প্রামানিকের ছেলে মো. আব্দুল লতিফ প্রামানিক (৫৫) এবং তদন্তে প্রাপ্ত আসামি দুয়ারিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে মো. নাদিম (৩৪), আফসার আলীর ছেলে মোহা. জাকিরুল ইসলাম। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ খুনের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে আজ (সোমবার) আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’ 

উল্লেখ্য গতকাল রোববার সকালে কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাচিলান গ্রামে আওয়ামী লীগ নেতা ওসমান গনি প্রামাণিককে (৪৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওসমান গনি একই গ্রামের বাসিন্দা এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

গত জানুয়ারিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মৃধাকে দুর্বৃত্তরা দিনের বেলায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ছিলেন ওসমান গনি। 

গনির স্বজনদের অভিযোগ, মৃধা হত্যা মামলার জেরে গনিকে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষেরা। 

এ বিষয়ে নিহত গনির ভাই আফছার আলী বলেন, ‘চলতি বছরের জানুয়ারিতে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মৃধা খুন হন। ওই খুনের মামলায় গনিকে প্রধান আসামি করা হয়েছিল। আমরা আওয়ামী লীগ করি এবং বর্তমান সংসদ সদস্য (নাটের-ও) শহিদুল ইসলামের অনুসারী। অন্যদিকে হামলাকারীরা সাবেক সংসদ সদস্য আবুল কালামের অনুসারী। মৃধা খুনের পর থেকেই তাঁর অনুসারীরা আমাদের খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।’ 

তিনি আরও বলেন, ‘রোববার সকালে প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, সাইফুল ইসলামসহ আরও কয়েকজন হামলা চালিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হন ওসমান গনি। পরে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করেন। সেখান থেকে বেরোনোর পরই গনিকে  ঘিরে ধরে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তাঁর হাত-পায়ের রগ কেটে যায়। এ অবস্থায় তাঁকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গনির মৃত্যু হয়। 

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীরা ওসমান গনির প্রতিপক্ষ। সাবেক ইউপি সদস্য রেজাউলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে তিনি শুনেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত