Ajker Patrika

জমির কাগজ নিয়ে সংঘর্ষ, আটক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫: ১১
জমির কাগজ নিয়ে সংঘর্ষ, আটক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে জমির দলিলের নকল তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ছাত্রলীগের সাবেক ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

দুপুরে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বাঐতারা গ্রামের মো. আব্দুল হাই মেম্বারের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ, একই গ্রামের মো. বুলবুলের ছেলে মো. শাকিল ও আল মাহমুদের ছেলে মো. শরিফ। 

সদর থানার এসআই বলেন, ‘গতকাল সোমবার সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

উল্লেখ্য, গত শনিবার সকালে একটি জমির কাগজ তুলতে যান বাঐতারা গ্রামের রুবেল হোসেন। এ সময় একই গ্রামের দলিল লেখক আলম হোসেন দেরি করেন। এ নিয়ে রুবেল হোসেন দলিল লেখক আলমকে মারধর করেন। এরই জেরে গতকাল সোমবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রুবেল গ্রুপের পক্ষে আরিফ হোসেন তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে প্রায় ২৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত