Ajker Patrika

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৪
জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে মাদক মামলায় বাবু (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন। আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন তিনি।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল আসামি বাবু মাদক নিয়ে পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাট জেলা শহরের দিকে আসছেন। এ সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বনখুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে আসামি বাবুর শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছে বিশেষ কায়দায় রাখা একটি পাইপের মধ্যে থেকে তিন লিটার ফেনসিডিল জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাবুকে গ্রেপ্তার করা হয়। 

ঘটনার দিনই পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বাদী হয়ে সদর থানায় মাদক মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি এবং যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত