Ajker Patrika

বগুড়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় অভিযান চালিয়ে ছুরি-চাকু জব্দ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৮
বগুড়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় অভিযান চালিয়ে ছুরি-চাকু জব্দ

বগুড়ায় ছুরি-চাকুর অপব্যবহার বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন দোকান থেকে ২১০টি ছুরি ও চাকু জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশ এই অভিযান চালায়।

গত সাত দিনে তুচ্ছ ঘটনায় ১০ জন ছুরিকাহত হওয়ার পর পুলিশ এই অভিযান চালায়।

অভিযানে কাঁঠালতলার ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি এবং চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টিসহ মোট ২১০টি চাকু জব্দ করা হয়। এ সময় এই দুই দোকানের মালিককে এ ধরনের চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সতর্ক করে পুলিশ। তবে দোকানদারদের দাবি, পুলিশের জব্দ করা চাকু বাড়ির নানা কাজে ব্যবহার হয়ে থাকে।

নুরুল স্টোরের মালিক নুরুল ইসলাম বলেন, ‘এই চাকু দিয়ে অপরাধ সংঘটিত হয়, আমাদের জানা ছিল না। প্রশাসন থেকে যেহেতু নিষেধ করেছে, তাই এর পর থেকে বিক্রি করব না।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, জব্দ করা চাকু দিয়ে বর্তমানে শহরের নানা রকম অপরাধ হচ্ছে। এসব চাকুর দাম সহজলভ্য হওয়ায় কিশোরেরাও এগুলো দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত