Ajker Patrika

চাচাতো ভাইয়ের আঘাতে বোন নিহত

প্রতিনিধি, পাবনা
চাচাতো ভাইয়ের আঘাতে বোন নিহত

পাবনার ফরিদপুরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাই মোকলেছ আলীর (৩০) আঘাতে বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই পালাতক রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ওসি মাসুদ রানা।

নিহত পারুল ওই গ্রামের আজেদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত চাচাতো ভাই মোকলেছ আলী একই গ্রামের আজিবর হোসেনের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানার ওসি মাসুদ রানা বলেন, বাড়ির ছোট বাচ্চাদের খেলাধুলা ও মারামারি নিয়ে ওই দিন সকালে মোকলেছ ও পারুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ কাঠের বাটাম দিয়ে পারুল খাতুনকে মাথায় আঘাতসহ বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারুলকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে পারুলের মৃত্যু হয়।

ওসি মাসুদ আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী আজেদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত মোকলেছসহ তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে চাচাতো ভাই মোকলেছ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত