Ajker Patrika

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া: শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় সিহাব উদ্দিন বাবু (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবরুল বাজার এলাকায় বাবুর নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাবু ওই এলাকার মৃত সিরাজউদ্দিনের ছেলে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, সিহাব বাবু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিগত কমিটিতে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা তাঁর। স্থানীয় সূত্রে জানা গেছে, শাবরুল বাজারের বাবুর ধানচালের ব্যবসা ছিল।

শাজানাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। খুনের কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

শাহজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হত্যা মামলার দায়ের প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত