Ajker Patrika

বাবা-মেয়েকে ফেসবুকে কটূক্তি, সাইবার ট্রাইব্যুনালে যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ৩১
বাবা-মেয়েকে ফেসবুকে কটূক্তি, সাইবার ট্রাইব্যুনালে যুবকের কারাদণ্ড

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় চাঁপাইনবাবগঞ্জের এক আসামির এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। আসামির নাম মুন্সি নজরুল ইসলাম সুজন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩০ জুন একটি ভুয়া ফেসবুক আইডি থেকে চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া এলাকার এক ব্যক্তি ও তাঁর মেয়েকে কটূক্তি করে পোস্ট দেন নজরুল ইসলাম। এ নিয়ে ভুক্তভোগী ব্যক্তি মামলা করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে এক বছরের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। তিনি অনেক দিন ধরেই পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত