Ajker Patrika

সিরাজগঞ্জে দাদিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৬: ১২
সিরাজগঞ্জে দাদিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

সিরাজগঞ্জে দাদিকে হত্যার দায়ে নাতি সিয়াম শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত সিয়াম শেখ সদর উপজেলার শিয়ালকোল ইউপির ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের ইউসুফ আলীর ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সিয়াম তাঁর দাদি ওয়াজেদা খাতুনকে কুড়াল দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ওয়াজেদা বেগমের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে সিয়াম ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়েছে। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট ও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) মসিউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর আসামি সিয়ামকে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত