রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে মাঝরাতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আদালতে আসামিদের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। বুধবার শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিরা কেন এ ঘটনা ঘটিয়েছেন তা জানার চেষ্টা করা হবে।
এর আগে গত সোমবার (৬ আগস্ট) রাজশাহীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও পশুহাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়িতে গুলি করার ঘটনায় ঘটে। নগরীর মুন্সিডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। গত ঘটনার দিন রাতে প্রাইম বেসরকারি ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন (৫৬) ও তাঁর সহযোগী সজল আলী (২৫) কালুর বাসার সামনে যান। এ সময় ওয়াহিদ তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে পাঁচ রাউন্ড গুলি করেন। এর মধ্যে তিন রাউন্ড গুলি করা হয় কালুকে লক্ষ্য করে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কালু। ওয়াহিদ ও সজল প্রাইভেটকার নিয়ে পালানোর সময় পুলিশ থামানোর সংকেত দিলে চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি করা হয়। পরে ওই রাতেই নগরীর উপশহরে ওয়াহিদের বাসা থেকে পিস্তল, শটগান ও বিপুল পরিমাণ গুলিসহ ওয়াহিদ ও সজলকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। কালুর বাড়িতে কেন এই গুলি করা হয়েছে তা কোনো পক্ষই পুলিশকে বলেনি। সেটি জানতেই গত আজ আসামিদের রিমান্ডের আবেদন করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াহিদ একটি ইটভাটা ও ‘এভারেস্ট হোমস’ নামের একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি প্রাইম ব্যাংক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সজল ওয়াহিদের গাড়িচালক, দেহরক্ষী ও ব্যবস্থাপক হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীতে মাঝরাতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আদালতে আসামিদের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। বুধবার শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিরা কেন এ ঘটনা ঘটিয়েছেন তা জানার চেষ্টা করা হবে।
এর আগে গত সোমবার (৬ আগস্ট) রাজশাহীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও পশুহাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়িতে গুলি করার ঘটনায় ঘটে। নগরীর মুন্সিডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। গত ঘটনার দিন রাতে প্রাইম বেসরকারি ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন (৫৬) ও তাঁর সহযোগী সজল আলী (২৫) কালুর বাসার সামনে যান। এ সময় ওয়াহিদ তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে পাঁচ রাউন্ড গুলি করেন। এর মধ্যে তিন রাউন্ড গুলি করা হয় কালুকে লক্ষ্য করে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কালু। ওয়াহিদ ও সজল প্রাইভেটকার নিয়ে পালানোর সময় পুলিশ থামানোর সংকেত দিলে চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি করা হয়। পরে ওই রাতেই নগরীর উপশহরে ওয়াহিদের বাসা থেকে পিস্তল, শটগান ও বিপুল পরিমাণ গুলিসহ ওয়াহিদ ও সজলকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। কালুর বাড়িতে কেন এই গুলি করা হয়েছে তা কোনো পক্ষই পুলিশকে বলেনি। সেটি জানতেই গত আজ আসামিদের রিমান্ডের আবেদন করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াহিদ একটি ইটভাটা ও ‘এভারেস্ট হোমস’ নামের একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি প্রাইম ব্যাংক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সজল ওয়াহিদের গাড়িচালক, দেহরক্ষী ও ব্যবস্থাপক হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫