Ajker Patrika

আ. লীগ নেতার বাড়িতে গুলি করার ঘটনায় দুজন রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
আ. লীগ নেতার বাড়িতে গুলি করার ঘটনায় দুজন রিমান্ডে

রাজশাহীতে মাঝরাতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আদালতে আসামিদের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। বুধবার শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিরা কেন এ ঘটনা ঘটিয়েছেন তা জানার চেষ্টা করা হবে। 

এর আগে গত সোমবার (৬ আগস্ট) রাজশাহীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও পশুহাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়িতে গুলি করার ঘটনায় ঘটে। নগরীর মুন্সিডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। গত ঘটনার দিন রাতে প্রাইম বেসরকারি ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন (৫৬) ও তাঁর সহযোগী সজল আলী (২৫) কালুর বাসার সামনে যান। এ সময় ওয়াহিদ তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে পাঁচ রাউন্ড গুলি করেন। এর মধ্যে তিন রাউন্ড গুলি করা হয় কালুকে লক্ষ্য করে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কালু। ওয়াহিদ ও সজল প্রাইভেটকার নিয়ে পালানোর সময় পুলিশ থামানোর সংকেত দিলে চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি করা হয়। পরে ওই রাতেই নগরীর উপশহরে ওয়াহিদের বাসা থেকে পিস্তল, শটগান ও বিপুল পরিমাণ গুলিসহ ওয়াহিদ ও সজলকে আটক করে পুলিশ। 

ওসি আরও জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। কালুর বাড়িতে কেন এই গুলি করা হয়েছে তা কোনো পক্ষই পুলিশকে বলেনি। সেটি জানতেই গত আজ আসামিদের রিমান্ডের আবেদন করা হয়। 

গ্রেপ্তারকৃত ওয়াহিদ একটি ইটভাটা ও ‘এভারেস্ট হোমস’ নামের একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি প্রাইম ব্যাংক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সজল ওয়াহিদের গাড়িচালক, দেহরক্ষী ও ব্যবস্থাপক হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত