Ajker Patrika

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ 

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শেকটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাবেদ হোসেন (২৮) এবং একই গ্রামের রফিকুল আলমের ছেলে তৌফিক হাসান (২৩)। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলায় বাবা বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে (৫০) ধর্ষণ করে। পরে ওই দুই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত