Ajker Patrika

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে প্রতারণার অপরাধে তরুণের তিন বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭: ৩৩
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে প্রতারণার অপরাধে তরুণের তিন বছর কারাদণ্ড

জয়পুরহাটে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে প্রতারণা করার অপরাধে জাহিদ হাসান (২৬) নামের এক তরুণকে মোট তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে আদালত একটি ধারায় আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আরেকটি ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং আরও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। সেই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে কারাদণ্ডের দুটি সাজা একসঙ্গে চলবে এবং তা আসামি গ্রেপ্তারের পর থেকে কার্যকর করা হবে। সে জন্য আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী ইসমত আরা জানান, জাহিদ হাসানের বাড়ি জয়পুরহাট সদরের জানিয়ার বাগান গ্রামে। তিনি এখন পলাতক রয়েছেন। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে প্রতারণা করার অভিযোগ এনে ২০২১ সালের ৭ মার্চ এক নারী জয়পুরহাট সদর থানায় জাহিদের বিরুদ্ধে মামলা করেন। ওই নারীর অভিযোগ, ব্যক্তিগত মুহূর্তের ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে জাহিদ তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা নেন। পরে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন এবং আরও ১৯ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত