Ajker Patrika

জয়পুরহাটে মাদকের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৭
জয়পুরহাটে মাদকের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম (৪২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন। আজ বুধবার এ রায় দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাট সদরে যাওয়ার সময় ইজিবাইকে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় মঞ্জুয়ারা বেগমের কাপড়ের ব্যাগ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ। 

ওই দিন রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মুনছুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মঞ্জুয়ারার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম। পরে ঘটনার সত্যতা পেয়ে ওই নারীর বিরুদ্ধে একই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। পরবর্তীতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ জানান, পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঞ্জুয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। 

আসামিপক্ষের আইনজীবী ছিলেন-রায়হান নবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত