Ajker Patrika

নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১০: ৩৬
নাটোরে ভেজাল গুড় তৈরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

নাটোরের লালপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা ও কারাদণ্ড  দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওয়ালিয়া মণ্ডলপাড়ায় আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। চিনি, রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির অপরাধে আবুল কালাম (৬০), আসানুর (৩৫) ও রায়তুল্লা শাহকে (৪৫) আটক করা হয়। এ সময় ৯ বস্তা চিনি, ২৩ কনটেইনার ভেজাল গুড়, এরারুট, ফিটকারি ও রং জব্দ করা হয়।

ইউএনও শামীমা সুলতানা বলেন, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের ২০০৯/৪২ ধারা অনুযায়ী তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ভেজাল গুড়, রং ও কেমিক্যালসহ কারখানায় ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত