Ajker Patrika

টিকটক দেখে উচ্চ স্বরে হাসাহাসি, নিষেধ করার জেরে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
টিকটক দেখে উচ্চ স্বরে হাসাহাসি, নিষেধ করার জেরে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

বন্ধুদের নিয়ে টিকটকে ভিডিও দেখে উচ্চ স্বরে হাসাহাসি করছিলেন তরুণ। বিরক্ত হয়ে প্রতিবেশী এসে নিষেধ করলে বেঁধে যায় ঝগড়া। পরে তা মারামারিতে গড়ায়। একপর্যায়ে লাঠির আঘাতে প্রাণ হারান এক বৃদ্ধ।

সিরাজগঞ্জ সদর উপজেলায় এই ঘটনায় আব্দুল কুদ্দুস প্রামাণিক (৭০) নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধ নিহতস্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুড়িপাড়া গ্রামের বুদ্দু মিয়ার বসত বাড়ির আঙিনায় বসে মোবাইল ফোনে টিকটক দেখছিলেন আব্দুল কুদ্দুসের নাতি সাদ্দাম (১৮) ও তাঁর বন্ধুরা। টিকটকে ভিডিও দেখার সময় তাঁরা বেশ উচ্চ স্বরে হাসাহাসি করছিলেন। এ সময় প্রতিবেশী মোতালেব হোসেন ও তাঁর মামাতো ভাই আব্দুল্লাহ এসে তাঁদের জোরে হাসতে নিষেধ করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মোতালেব হোসেন সাদ্দামকে মারপিট করেন। খবর পেয়ে সাদ্দামের নানা আব্দুল কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে ছুটে আসেন। উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় মোতালেব লাঠি দিয়ে আব্দুল কুদ্দুস প্রামাণিকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার বর্ণনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘কুদ্দুসের নাতি সাদ্দাম ও তার বন্ধুরা মিলে মোবাইলে টিকটক দেখার সময় জোরে হাসাহাসি করছিল। এ সময় প্রতিবেশী মোতালেব হোসেন এসে সাদ্দাম ও তার বন্ধুদের জোরে হাসতে নিষেধ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হলে সাদ্দামের নানা আব্দুল কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে ছুটে আসেন। অপরপক্ষের লাঠির আঘাতে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত