Ajker Patrika

ক্রেতা সেজে ইয়াবাসহ ৩ জনকে আটক করল পুলিশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২: ১৯
ক্রেতা সেজে ইয়াবাসহ ৩ জনকে আটক করল পুলিশ

বগুড়ার শেরপুরে ক্রেতা সেজে তিন মাদক কারবারিকে আটক করেছে থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭০০ ইয়াবা বড়ি। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপোষী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেল্লাপোষী গ্রামের ইমরান হোসেন (৩৩), একই ইউনিয়নের উত্তর আমইন গ্রামের মেহেদী হাসান (২২) ও সনজিত চন্দ্র সরকার (৩৫)।

এ নিয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, ‘ইয়াবার ক্রেতা সেজে গতকাল সন্ধ্যায় পুলিশের একটি দল ইমরান হোসেনের বাড়ি যায়। এ সময় পুলিশ দেখে ইমরানসহ অপর দুজন পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। এ সময় ৭০০ ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ।’ 

এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত