Ajker Patrika

বগুড়ায় ভারতীয় নাগরিকসহ ছিনতাইয়ের শিকার দুজন 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ভারতীয় নাগরিকসহ ছিনতাইয়ের শিকার দুজন 

বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। 

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল। 

পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’ 

এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। 

এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে। 

সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত