Ajker Patrika

প্রতারণা করে জমি লিখে নেওয়া দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধার মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতারণা করে জমি লিখে নেওয়া দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধার মামলা

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা। আজ বৃহস্পতিবার দুপুরে ছেলে আলিম উদ্দীন ও আব্দুর রাকিবের নামে মামলাটি করেন তিনি।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানকে নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃদ্ধা হামেসা বেগম ও তাঁর স্বামী ফহিমুদ্দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন মৌজায় ৫৪ দশমিক ৬৬ শতক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সেই জমির কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে জানিয়ে ক্ষতিপূরণের টাকা নেওয়ার কথা বলে বৃদ্ধ বাবা-মাকে সদর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যান দুই ছেলে। সেখানে নতুন দলিল তৈরি করে ভুল বুঝিয়ে তাঁদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে নেন তাঁরা। গত বছরের ২৩ নভেম্বর এই দলিল সম্পাদিত হয়েছে। পরে ছেলেদের প্রতারণার বিষয়টি জানতে পারেন ওই বৃদ্ধা।

বৃদ্ধা হামেসা বেগম বলেন, ‘আমি ও আমার স্বামীর প্রায় ৭৬ লাখ টাকা মূল্যমানের ৫৪ শতাংশ জমি কৌশলে লিখে নিয়েছে দুই ছেলে। আত্মসাতের উদ্দেশ্যে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে স্থাবর-অস্থাবর সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেয় তারা। এতে আমার আরও দুই ছেলে ও দুই মেয়ে বঞ্চিত হয়েছে।’ 

ছেলে আলিম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাবা-মা শেষ বয়সে আমাদের কাছে থাকতে চেয়েছিলেন। এ জন্য স্বেচ্ছায় আমাদের দুই ভাইয়ের নামে জমি লিখে দিয়েছেন। জোর করে জমি লিখে নিইনি।’

হামেসা বেগমের মামলার আইনজীবী ড. তসিকুল ইসলাম বলেন, ‘বৃদ্ধা তাঁর দুই ছেলের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা মূল্যের জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ এনে আমলি আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য সদর মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত