Ajker Patrika

ছাগলে কলাগাছ খাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ২২: ৪৪
ছাগলে কলাগাছ খাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার চর তারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চর তারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি মেম্বার বাবু হোসেন জানান, নিহত হাবিব সরদার পাবনা সদরের চর তারাপুর ইউনিয়নের চুকদারপাড়া গ্রামের মকছেদ সরদারের ছেলে ও দাসপাড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস সরদারের জামাই।

পুলিশ, স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে অভিযুক্ত চাচা শ্বশুর সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খায় হাবিবের শাশুড়ির ছাগল। এ নিয়ে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। 

এ সময় এগিয়ে যান হাবিব সরদারের স্ত্রী। তখন চাচা শ্বশুর সিরাজ তাঁকে আঘাত করলে প্রতিবাদ করেন হাবিব। এতে আরও ক্ষিপ্ত হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকাপাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ‘ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনা তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত