শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে অপহরণের ৬ ঘণ্টা পর সঞ্জয় কুমার রায় (৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ওই যুবক কুসুম্বী পূর্বপাড়া গ্রামের যতীন চন্দ্র রায়ের ছেলে। তিনি শেরপুর শহর থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অপহৃত হন।
সঞ্জয়ের স্ত্রী সুনয়নী রায় বলেন, সঞ্জয় একজন কৃষক। এ বছর দুই বিঘা জমিতে আলু চাষ করেন। আলু বিক্রির ২৫ হাজার টাকা আনতে গতকাল বিকেলে শেরপুর শহরে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় তিনি অপহৃত হন।
সুনয়নী রায় বলেন, ‘রাতে সঞ্জয় আমাকে মোবাইল ফোনে কল দিয়ে জানান তাকে অপহরণ করে একটি বাড়িতে রাখা হয়েছে। তিনি এলাকাটি চিনতে পারছেন না। তাঁর সন্ধান পেতে প্রথমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল দিয়ে ঘটনাটি জানাই। এদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সঞ্জয়কে উদ্ধারে অভিযান শুরু করে। রাত দেড়টায় তাকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়।’
উদ্ধারের সময় সঞ্জয়কে শারীরিকভাবে অসুস্থ দেখাচ্ছিল। তাঁর কাছে থাকা আলু বিক্রির ২৫ হাজার টাকা খোঁজ করেও পাননি। ওই রাতেই তিনি স্বামীকে বাড়ি ফিরে আনেন বলেও জানান, সুনয়নী রায়।
সঞ্জয় রায় বলেন, ‘আলু বিক্রির ২৫ হাজার টাকা নিয়ে শহরের কলেজ রোড দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় অপরিচিত তিন যুবক পিছু নেয়। তাদের একজন পেছন থেকে নাক ও মুখ রুমাল দিয়ে চেপে ধরে। এরপর থেকে জ্ঞান ছিল না। জ্ঞান ফিরলে বিষয়টি মোবাইল ফোনে কল দিয়ে স্ত্রীকে জানাই। আলু বিক্রির টাকা কারা নিয়েছে তাও তিনি জানি না।’
চন্ডেশ্বর গ্রামের গোলাম মোস্তফা বলেন, ‘সোমবার রাতে আমি বাড়ি ফিরে দেখি সঞ্জয় আমার বাড়ির বারান্দায় বসে আছেন। সঞ্জয় কীভাবে আমার বাড়িতে এসেছে তা বলতে পারি না।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।
বগুড়ার শেরপুরে অপহরণের ৬ ঘণ্টা পর সঞ্জয় কুমার রায় (৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ওই যুবক কুসুম্বী পূর্বপাড়া গ্রামের যতীন চন্দ্র রায়ের ছেলে। তিনি শেরপুর শহর থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অপহৃত হন।
সঞ্জয়ের স্ত্রী সুনয়নী রায় বলেন, সঞ্জয় একজন কৃষক। এ বছর দুই বিঘা জমিতে আলু চাষ করেন। আলু বিক্রির ২৫ হাজার টাকা আনতে গতকাল বিকেলে শেরপুর শহরে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় তিনি অপহৃত হন।
সুনয়নী রায় বলেন, ‘রাতে সঞ্জয় আমাকে মোবাইল ফোনে কল দিয়ে জানান তাকে অপহরণ করে একটি বাড়িতে রাখা হয়েছে। তিনি এলাকাটি চিনতে পারছেন না। তাঁর সন্ধান পেতে প্রথমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল দিয়ে ঘটনাটি জানাই। এদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সঞ্জয়কে উদ্ধারে অভিযান শুরু করে। রাত দেড়টায় তাকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়।’
উদ্ধারের সময় সঞ্জয়কে শারীরিকভাবে অসুস্থ দেখাচ্ছিল। তাঁর কাছে থাকা আলু বিক্রির ২৫ হাজার টাকা খোঁজ করেও পাননি। ওই রাতেই তিনি স্বামীকে বাড়ি ফিরে আনেন বলেও জানান, সুনয়নী রায়।
সঞ্জয় রায় বলেন, ‘আলু বিক্রির ২৫ হাজার টাকা নিয়ে শহরের কলেজ রোড দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় অপরিচিত তিন যুবক পিছু নেয়। তাদের একজন পেছন থেকে নাক ও মুখ রুমাল দিয়ে চেপে ধরে। এরপর থেকে জ্ঞান ছিল না। জ্ঞান ফিরলে বিষয়টি মোবাইল ফোনে কল দিয়ে স্ত্রীকে জানাই। আলু বিক্রির টাকা কারা নিয়েছে তাও তিনি জানি না।’
চন্ডেশ্বর গ্রামের গোলাম মোস্তফা বলেন, ‘সোমবার রাতে আমি বাড়ি ফিরে দেখি সঞ্জয় আমার বাড়ির বারান্দায় বসে আছেন। সঞ্জয় কীভাবে আমার বাড়িতে এসেছে তা বলতে পারি না।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫