Ajker Patrika

মুক্তিপণ না পেয়ে কৃষককে হত্যা, গ্রেপ্তার ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০৮
মুক্তিপণ না পেয়ে কৃষককে হত্যা, গ্রেপ্তার ৩ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপণ না পেয়ে কৃষক সাইদুর রহমান রঞ্জু (৪০) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের গোলজার শাহর ছেলে আব্দুল মোমিন শাহ (৩০), একই গ্রামের সাহেব আলীর ছেলে আলাউদ্দিন (১৯) ও আবুল কাশেম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৬)।

আজ বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘কৃষক সাইদুর রহমান রঞ্জু কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও নৌকায় নাচ-গান করতেন। আসামি মোমিন আমোদ-ফুর্তি করার জন্য শাহ রঞ্জুকে ২ হাজার টাকায় নাচ-গান করার প্রস্তাব দেন। প্রস্তাবমতে, গত শনিবার রাতে কৃষক রঞ্জু এলংজানী বাজারে আসেন। এ সময় আসামি মোমিন, আলাউদ্দিন ও সোহেল মিলে রঞ্জুকে নৌকায় করে এলংজানী নৌকাঘাট থেকে গুণাইগাঁতী চরে নিয়ে যান। সেখানে নাচ, গান ও আমোদ-ফুর্তি করাকালে টাকার বিষয় নিয়ে আসামিদের সঙ্গে রঞ্জুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রঞ্জু আসামি আলাউদ্দিনকে লাথি মেরে নৌকা থেকে পানিতে ফেলে দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে নৌকায় থাকা লোহার রড দিয়ে রঞ্জুর মাথায় আঘাত করে তাঁর মুখমণ্ডল পানির নিচে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। এরপর রঞ্জুর গলায় রশি বেঁধে পাথর দিয়ে পানিতে ফেলে দেন তাঁরা।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রঞ্জুর মোবাইল ফোন দিয়ে তাঁর স্ত্রী বুলবুলি খাতুনের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু রঞ্জুর স্ত্রী মুক্তিপণ দিতে ব্যর্থ হন। পরে নিহতের স্ত্রী উল্লাপাড়া মডেল থানায় এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর আসামি মোমিনকে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে মোমিনের বাড়ি থেকে রঞ্জুর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

উল্লেখ্য, গত সোমবার সকালে উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের পশ্চিমে কুমার ব্রিজের নিচে রঞ্জুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাঁর পরিবারে খবর দেন প্রতিবেশী হাফিজুল ইসলাম। খবর পেয়ে পুলিশ রঞ্জুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে নিহতের স্ত্রী কয়েকজনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত