সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপণ না পেয়ে কৃষক সাইদুর রহমান রঞ্জু (৪০) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের গোলজার শাহর ছেলে আব্দুল মোমিন শাহ (৩০), একই গ্রামের সাহেব আলীর ছেলে আলাউদ্দিন (১৯) ও আবুল কাশেম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৬)।
আজ বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘কৃষক সাইদুর রহমান রঞ্জু কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও নৌকায় নাচ-গান করতেন। আসামি মোমিন আমোদ-ফুর্তি করার জন্য শাহ রঞ্জুকে ২ হাজার টাকায় নাচ-গান করার প্রস্তাব দেন। প্রস্তাবমতে, গত শনিবার রাতে কৃষক রঞ্জু এলংজানী বাজারে আসেন। এ সময় আসামি মোমিন, আলাউদ্দিন ও সোহেল মিলে রঞ্জুকে নৌকায় করে এলংজানী নৌকাঘাট থেকে গুণাইগাঁতী চরে নিয়ে যান। সেখানে নাচ, গান ও আমোদ-ফুর্তি করাকালে টাকার বিষয় নিয়ে আসামিদের সঙ্গে রঞ্জুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রঞ্জু আসামি আলাউদ্দিনকে লাথি মেরে নৌকা থেকে পানিতে ফেলে দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে নৌকায় থাকা লোহার রড দিয়ে রঞ্জুর মাথায় আঘাত করে তাঁর মুখমণ্ডল পানির নিচে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। এরপর রঞ্জুর গলায় রশি বেঁধে পাথর দিয়ে পানিতে ফেলে দেন তাঁরা।’
পুলিশ সুপার আরও বলেন, ‘আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রঞ্জুর মোবাইল ফোন দিয়ে তাঁর স্ত্রী বুলবুলি খাতুনের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু রঞ্জুর স্ত্রী মুক্তিপণ দিতে ব্যর্থ হন। পরে নিহতের স্ত্রী উল্লাপাড়া মডেল থানায় এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর আসামি মোমিনকে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে মোমিনের বাড়ি থেকে রঞ্জুর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
উল্লেখ্য, গত সোমবার সকালে উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের পশ্চিমে কুমার ব্রিজের নিচে রঞ্জুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাঁর পরিবারে খবর দেন প্রতিবেশী হাফিজুল ইসলাম। খবর পেয়ে পুলিশ রঞ্জুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে নিহতের স্ত্রী কয়েকজনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপণ না পেয়ে কৃষক সাইদুর রহমান রঞ্জু (৪০) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের গোলজার শাহর ছেলে আব্দুল মোমিন শাহ (৩০), একই গ্রামের সাহেব আলীর ছেলে আলাউদ্দিন (১৯) ও আবুল কাশেম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৬)।
আজ বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘কৃষক সাইদুর রহমান রঞ্জু কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও নৌকায় নাচ-গান করতেন। আসামি মোমিন আমোদ-ফুর্তি করার জন্য শাহ রঞ্জুকে ২ হাজার টাকায় নাচ-গান করার প্রস্তাব দেন। প্রস্তাবমতে, গত শনিবার রাতে কৃষক রঞ্জু এলংজানী বাজারে আসেন। এ সময় আসামি মোমিন, আলাউদ্দিন ও সোহেল মিলে রঞ্জুকে নৌকায় করে এলংজানী নৌকাঘাট থেকে গুণাইগাঁতী চরে নিয়ে যান। সেখানে নাচ, গান ও আমোদ-ফুর্তি করাকালে টাকার বিষয় নিয়ে আসামিদের সঙ্গে রঞ্জুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রঞ্জু আসামি আলাউদ্দিনকে লাথি মেরে নৌকা থেকে পানিতে ফেলে দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে নৌকায় থাকা লোহার রড দিয়ে রঞ্জুর মাথায় আঘাত করে তাঁর মুখমণ্ডল পানির নিচে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। এরপর রঞ্জুর গলায় রশি বেঁধে পাথর দিয়ে পানিতে ফেলে দেন তাঁরা।’
পুলিশ সুপার আরও বলেন, ‘আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রঞ্জুর মোবাইল ফোন দিয়ে তাঁর স্ত্রী বুলবুলি খাতুনের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু রঞ্জুর স্ত্রী মুক্তিপণ দিতে ব্যর্থ হন। পরে নিহতের স্ত্রী উল্লাপাড়া মডেল থানায় এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর আসামি মোমিনকে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে মোমিনের বাড়ি থেকে রঞ্জুর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
উল্লেখ্য, গত সোমবার সকালে উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের পশ্চিমে কুমার ব্রিজের নিচে রঞ্জুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাঁর পরিবারে খবর দেন প্রতিবেশী হাফিজুল ইসলাম। খবর পেয়ে পুলিশ রঞ্জুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে নিহতের স্ত্রী কয়েকজনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫