নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
গ্রেপ্তার দুজন হলেন–নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউকলোনির বিপ্লব হোসেন (২২) ও বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার মো. সোহান (২০)।
অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহীর বাগমারা উপজেলার হাবিবুর রহমান ও তাঁর বান্ধবী ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে গত ৪ জানুয়ারি ভোরে ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন। এরপর তাঁরা রিকশা নিয়ে ছোটবনগ্রামের ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন।
তাঁরা রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছামাত্রই ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গতিরোধ করে এবং ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়।
এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন। পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় ও পরে তাঁর দেওয়া তথ্যমতে আসামি সোহানকে নিউমার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
গ্রেপ্তার দুজন হলেন–নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউকলোনির বিপ্লব হোসেন (২২) ও বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার মো. সোহান (২০)।
অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহীর বাগমারা উপজেলার হাবিবুর রহমান ও তাঁর বান্ধবী ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে গত ৪ জানুয়ারি ভোরে ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন। এরপর তাঁরা রিকশা নিয়ে ছোটবনগ্রামের ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন।
তাঁরা রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছামাত্রই ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গতিরোধ করে এবং ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়।
এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন। পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় ও পরে তাঁর দেওয়া তথ্যমতে আসামি সোহানকে নিউমার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫