Ajker Patrika

শেরপুর নকল মূর্তি বিক্রি চক্রের দুজন গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর নকল মূর্তি বিক্রি চক্রের দুজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণা করে নেওয়া কিছু টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোগাপাড়া গ্রামের রাবেয়া বেগম (৪২)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, কয়েক মাস আগে গ্রেপ্তার রাবেয়া বেগম সিলেটের জাফলংয়ে বেড়াতে যান। তখন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার লঙ্কাখোলা গ্রামের আবু জাহেদের স্ত্রী নুরেজা বেগমের (৫০) সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে রাবেয়া নুরেজাকে একটি গোপালের মূর্তি দেখিয়ে বিক্রির কথা বলেন। নুরেজা ৩ মার্চ ৪৬৫ গ্রাম ওজনের মূর্তিটি ৪ লাখ টাকায় রাবেয়ার কাছ থেকে কিনে নেন। মূর্তিটি বাড়িতে নেওয়ার পর একটি জুয়েলারি দোকানে পরীক্ষা করলে তা নকল বলে প্রমাণিত হয়। পরে ২১ মার্চ নুরেজা বেগম শেরপুর থানায় সাইফুল, রাবেয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুজনকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার কথা স্বীকার করেছেন। মূর্তি বিক্রির ৪ লাখ টাকা তাঁরা ছয়জন ভাগ করে নিয়েছেন। গ্রেপ্তারের সময় রাবেয়ার কাছ থেকে ১০ হাজার টাকা ও সাইফুলের কাছ থেকে ৫ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, নকল ওই স্বর্ণের মূর্তি এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এ ছাড়া এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত