জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার রাত সোয়া ১০টা ও সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাঁচজন মাদকসেবী হলেন— মো. মোমিন (৩৫), মো. মিনহাজ (২৩), মো. তুহিন হোসেন (৩৪), মো. হেলাল হোসেন (৪৮) ও মো. বুলু মিয়া (৫৩)। অপর পাঁচজন জুয়াড়ি হলেন—মো. উজ্জ্বল মণ্ডল (৩২), আরিফুল ইসলাম সজীব (২৩), মো. ইমরান হোসেন (৩৫), মো. ফারুক হোসেন (৩৫) ও মো. তুহিন শেখ (৩৩)।
জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া কড়াই ফ্যাক্টরি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে রাত সোয়া ১১টার দিকে উপজেলার খঞ্জনপুরের মণ্ডলপাড়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ১০ জন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, গতকাল রাতে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার রাত সোয়া ১০টা ও সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাঁচজন মাদকসেবী হলেন— মো. মোমিন (৩৫), মো. মিনহাজ (২৩), মো. তুহিন হোসেন (৩৪), মো. হেলাল হোসেন (৪৮) ও মো. বুলু মিয়া (৫৩)। অপর পাঁচজন জুয়াড়ি হলেন—মো. উজ্জ্বল মণ্ডল (৩২), আরিফুল ইসলাম সজীব (২৩), মো. ইমরান হোসেন (৩৫), মো. ফারুক হোসেন (৩৫) ও মো. তুহিন শেখ (৩৩)।
জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া কড়াই ফ্যাক্টরি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে রাত সোয়া ১১টার দিকে উপজেলার খঞ্জনপুরের মণ্ডলপাড়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ১০ জন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, গতকাল রাতে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৯ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫