Ajker Patrika

জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার ১০

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪: ৩৫
জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার ১০

জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার রাত সোয়া ১০টা ও সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত পাঁচজন মাদকসেবী হলেন— মো. মোমিন (৩৫), মো. মিনহাজ (২৩), মো. তুহিন হোসেন (৩৪), মো. হেলাল হোসেন (৪৮) ও মো. বুলু মিয়া (৫৩)। অপর পাঁচজন জুয়াড়ি হলেন—মো. উজ্জ্বল মণ্ডল (৩২), আরিফুল ইসলাম সজীব (২৩), মো. ইমরান হোসেন (৩৫), মো. ফারুক হোসেন (৩৫) ও মো. তুহিন শেখ (৩৩)।

জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া কড়াই ফ্যাক্টরি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে রাত সোয়া ১১টার দিকে উপজেলার খঞ্জনপুরের মণ্ডলপাড়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার ১০ জন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, গতকাল রাতে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
 
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত