পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কথিত হেলমেট বাহিনীর অগ্নিসংযোগ, ভোটদানে বাধা, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে যুবলীগ নেতা-কমীসহ অর্ধশতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার (৩০ ডিসেম্বর) পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী মামলা বিস্ফোরণ আইনে দুটি মামলা করেন। আরেকটি অস্ত্র উদ্ধারের মামলা করে পুলিশ। মামলায় অভিযুক্ত পাঁচজনকে গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর শেষ মুহূর্তে ভোটকে কেন্দ্র করে কথিত হেলমেট বাহিনীর লোকজন চেয়ারম্যান প্রার্থীদের একাধিক নির্বাচনী দপ্তর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সেই সঙ্গে ওই গ্রুপটি ভোটের দিন একাধিক কেন্দ্রের সামনে ককটেল নিক্ষেপ এবং পাঁচজনকে কুপিয়ে জখম করে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতাসহ পৃথক তিনটি মামলা দায়ের করে। এরই মধ্যে পুলিশ ওই মামলাগুলোতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নাম গোপন রাখার শর্তে থানার এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচন ঘিরে যত অঘটন ঘটেছে, তার মূল নায়ক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান। তিনি ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় নিশ্চিত ও স্বতন্ত্র প্রার্থীদের কোণঠাসা করতে কথিত হেলমেট বাহিনী দিয়ে এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন। পরে ভোটের দিন বিকেলে তাঁদের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্রগুলো শিবপুরহাট বিহারীপাড়া গণকবরস্থানে ফেলে রেখে যায়। আর এসব ঘটনায় পুলিশের তদন্তে ওই যুবলীগ নেতা ও তাঁর সহযোগীদের নাম উঠে এসেছে।’
তবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি পক্ষ আমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘এ সকল অপকর্মের সঙ্গে আমি জড়িত নই। তবে ভোট কেমন হচ্ছে, তা ওই দিন দেখতে গিয়েছিলাম। পরে লোকমুখে শুনেছি, আমার নামে নাকি থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।’
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন ঘিরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’
রাজশাহীর পুঠিয়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কথিত হেলমেট বাহিনীর অগ্নিসংযোগ, ভোটদানে বাধা, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে যুবলীগ নেতা-কমীসহ অর্ধশতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার (৩০ ডিসেম্বর) পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী মামলা বিস্ফোরণ আইনে দুটি মামলা করেন। আরেকটি অস্ত্র উদ্ধারের মামলা করে পুলিশ। মামলায় অভিযুক্ত পাঁচজনকে গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর শেষ মুহূর্তে ভোটকে কেন্দ্র করে কথিত হেলমেট বাহিনীর লোকজন চেয়ারম্যান প্রার্থীদের একাধিক নির্বাচনী দপ্তর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সেই সঙ্গে ওই গ্রুপটি ভোটের দিন একাধিক কেন্দ্রের সামনে ককটেল নিক্ষেপ এবং পাঁচজনকে কুপিয়ে জখম করে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতাসহ পৃথক তিনটি মামলা দায়ের করে। এরই মধ্যে পুলিশ ওই মামলাগুলোতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নাম গোপন রাখার শর্তে থানার এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচন ঘিরে যত অঘটন ঘটেছে, তার মূল নায়ক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান। তিনি ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় নিশ্চিত ও স্বতন্ত্র প্রার্থীদের কোণঠাসা করতে কথিত হেলমেট বাহিনী দিয়ে এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন। পরে ভোটের দিন বিকেলে তাঁদের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্রগুলো শিবপুরহাট বিহারীপাড়া গণকবরস্থানে ফেলে রেখে যায়। আর এসব ঘটনায় পুলিশের তদন্তে ওই যুবলীগ নেতা ও তাঁর সহযোগীদের নাম উঠে এসেছে।’
তবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি পক্ষ আমাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘এ সকল অপকর্মের সঙ্গে আমি জড়িত নই। তবে ভোট কেমন হচ্ছে, তা ওই দিন দেখতে গিয়েছিলাম। পরে লোকমুখে শুনেছি, আমার নামে নাকি থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।’
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন ঘিরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫