
দেশজুড়ে মোবাইল পরিষেবা সাময়িকভাবে স্থগিত ও কিছু স্থল সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থার মাঝে অনুষ্ঠিত নির্বাচনে বৃহস্পতিবার দেশটিতে বোমা ও বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

পাকিস্তানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করে আজ সারা দিন দেশব্যাপী মোবাইল ফোন পরিষেবা স্থগিত করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

পাকিস্তানের বহুল আলোচিত গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাকিস্তানি গণমাধ্যমের হিসাব অনুসারে এই নির্বাচনে লড়ছেন প্রায় ১৮ হাজার প্রার্থী। এই নির্বাচনে জেল থেকেই ভোট দিয়েছেন ইমরান খান

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে আজ বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন ঘটা এই বিস্ফোরণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা ঘনীভূত হয়েছে।