পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে আজ বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন ঘটা এই বিস্ফোরণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা ঘনীভূত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে। কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) এবং আফগান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বেলুচিস্তানের পিশিন শহরে ঘটে এই মারাত্মক বিস্ফোরণ। স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের কার্যালয়ের কাছে দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। তাই তিনি অক্ষত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোয়েটার একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে এই বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ এবং বিস্ফোরকটি একটি মোটরসাইকেলে রাখা ছিল।
বেলুচিস্তান প্রদেশের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, এটি স্পষ্টই একটি আইইডি বিস্ফোরণ যার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে রয়েছে সহিংসতা এবং ভোট কারচুপির আশঙ্কা। নির্বাচনের প্রাক্কালে এই ভয়াবহ বিস্ফোরণে এই আশঙ্কা ও ঝুঁকি আরও বেড়েছে। আজ দেশজুড়ে পাঁচ লাখেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা শুরু করেছে কর্তৃপক্ষ। ৯০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ বিস্ফোরণের বিস্তারিত জানতে চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দিয়েছে ইসিপি।
২০১৮ সালের নির্বাচনে বিজয়ী কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে খোদ সরকারের তরফ থেকেই। এ প্রেক্ষিতে উঠেছে প্রাক-নির্বাচন কারচুপির অভিযোগ।
নির্বাচনের আগে পাকিস্তানে ঘটেছে বেশ কিছু সহিংস ঘটনা। অন্তত দুই প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দেশজুড়ে আরো ডজনখানেক প্রার্থীকে বানানো হয়েছিল হামলার লক্ষ্যবস্তু।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে আজ বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন ঘটা এই বিস্ফোরণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা ঘনীভূত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে। কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) এবং আফগান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বেলুচিস্তানের পিশিন শহরে ঘটে এই মারাত্মক বিস্ফোরণ। স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের কার্যালয়ের কাছে দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। তাই তিনি অক্ষত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোয়েটার একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে এই বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ এবং বিস্ফোরকটি একটি মোটরসাইকেলে রাখা ছিল।
বেলুচিস্তান প্রদেশের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, এটি স্পষ্টই একটি আইইডি বিস্ফোরণ যার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে রয়েছে সহিংসতা এবং ভোট কারচুপির আশঙ্কা। নির্বাচনের প্রাক্কালে এই ভয়াবহ বিস্ফোরণে এই আশঙ্কা ও ঝুঁকি আরও বেড়েছে। আজ দেশজুড়ে পাঁচ লাখেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা শুরু করেছে কর্তৃপক্ষ। ৯০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ বিস্ফোরণের বিস্তারিত জানতে চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দিয়েছে ইসিপি।
২০১৮ সালের নির্বাচনে বিজয়ী কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে খোদ সরকারের তরফ থেকেই। এ প্রেক্ষিতে উঠেছে প্রাক-নির্বাচন কারচুপির অভিযোগ।
নির্বাচনের আগে পাকিস্তানে ঘটেছে বেশ কিছু সহিংস ঘটনা। অন্তত দুই প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দেশজুড়ে আরো ডজনখানেক প্রার্থীকে বানানো হয়েছিল হামলার লক্ষ্যবস্তু।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২২ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে