Ajker Patrika

ব‍্যাংক কাউন্টার থেকে ২ লাখ ৬১ হাজার টাকা চুরি

প্রতিনিধি, ময়মনসিংহ
ব‍্যাংক কাউন্টার থেকে ২ লাখ ৬১ হাজার টাকা চুরি

ময়মনসিংহ নগরীর জনতা ব‍্যাংকের কাউন্টার থেকে এক ব‍্যবসায়ীর ২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে গেছে মাস্ক পরিহিত এক যুবক। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জনতা ব‍্যাংক ময়মনসিংহ করপোরেট শাখার এজিএম (ইনচার্জ) খন্দকার ফরিদ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে ব‍্যাংকের সিকিউরিটি গার্ড চোরের পেছনে ধাওয়া করেন। কিন্তু তাকে ধরতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়। যুবকের মুখে মাস্ক ছিল।’ 

চুরি যাওয়া টাকার মালিক একজন মিল ব‍্যবসায়ী। ব্যবসায়ীর নাম মো. আলতাফ হোসেন (৫৬)। তিনি বলেন, শম্ভুগঞ্জ কিশোর ওয়েল মিলের ২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ব‍্যাংকের কাউন্টারে রেখে জমা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এক অজ্ঞাত যুবক টাকার বান্ডিলগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনাটি চুরি মনে হচ্ছে। কারণ, টাকা নেওয়ার সময় কোনো বল প্রয়োগের ঘটনা ঘটেনি। ইতিমধ্যে ঘটনার সিসি ক‍্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে অচিরেই ছিনতাইকারীকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত