Ajker Patrika

ভালুকায় এক রাতে দুই খামারির ১১ গরু চুরি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় এক রাতে দুই খামারির ১১ গরু চুরি

ময়মনসিংহের ভালুকায় দুই খামারির গোয়াল ঘরের তালা ভেঙে চারটি বাছুরসহ মোট ১১টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডাকাতিয়া ও মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে দুই খামারির প্রায় ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

জানা গেছে, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চৌরাস্তা এলাকার বিএ মৌলভীবাড়িতে মো. মিন্টু মিয়ার খামারের তালা ভেঙে গতকাল শুক্রবার দিবাগত রাতে দুইটি বাছুরসহ সাতটি গরু চুরি হয়ে যায়। একই রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের বৈলর খার বাড়ির মৃত মাতু খানের ছেলে এমরান খানের গোয়াল ঘরের তালা ভেঙে দুটি গাভি ও দুটি ষাঁড় বাছুর চুরি হয়ে যায়।

এ বিষয়ে খামার মালিক মো. মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরে দেশে ফিরে ১৫ লাখ টাকা দিয়ে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুর খামার গড়ে তোলেন। তাঁর একটি গরু ২২ লিটার দুধ দিত। গতকাল দিবাগত রাতে দুইটি বাছুরসহ সাতটি গরু চুরি হয়ে গেছে। এতে তাঁর প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপর গরুর মালিক এমরান খান জানান, গতকাল রাতে তাঁর দুটি গাভি ও দুটি ষাঁড় বাছুর চুরি হয়ে গেছে। এতে তাঁর প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

চুরির বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘গরু চুরির ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থলে আছি। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত