ময়মনসিংহ প্রতিনিধি
অপহরণের ছয় দিন পার হতে চললেও ময়মনসিংহের আয়না ব্যবসায়ী ছফর উল্লাহ বাবুকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। গত রোববার রাতে স্বদেশী বাজারের কাচের দোকান থেকে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পরদিন বাবুর স্ত্রী হেনা আক্তার বাদী হয়ে শেফালী আক্তার ও বজলুর রহমান চৌধুরী বাবুল নামে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপহরণের শিকার ছফর উল্লাহ বাবু মহানগরীর জেসিগুহ রোড এলাকার বাসিন্দা মৃত উলফত উল্লাহ কমিশনারের ছেলে। তিনি নগরীর স্বদেশী বাজারের মহল নামের কাচের দোকানের মালিক।
নিখোঁজ বাবুর স্ত্রী হেনা আক্তার বলেন, আসামি শেফালী ও বাবুল তাঁদের ভাড়াটিয়া ছিলেন। অনেক দিন যাবৎ তাঁরা ভাড়া দিচ্ছিলেন না। এ নিয়ে বাবুর সঙ্গে শেফালী ও বাবুলের বিরোধ চলে আসছিল। ভাড়ার টাকার জন্য চাপ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে কাচের দোকানের গুদামে আগুন লেগেছে বলে বাবুকে জানায়। পরে বাবু তাঁর দোকানে যায় এবং এরপর থেকেই বাবু নিখোঁজ।
বাবুর স্ত্রী আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পরও অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে শেফালী ও বাবুল পালিয়েছে।’ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তাঁর স্বামীকে উদ্ধার করতে পুলিশ সুপারের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে আগে থেকে টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে।’
অপহরণের ছয় দিন পার হতে চললেও ময়মনসিংহের আয়না ব্যবসায়ী ছফর উল্লাহ বাবুকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। গত রোববার রাতে স্বদেশী বাজারের কাচের দোকান থেকে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পরদিন বাবুর স্ত্রী হেনা আক্তার বাদী হয়ে শেফালী আক্তার ও বজলুর রহমান চৌধুরী বাবুল নামে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপহরণের শিকার ছফর উল্লাহ বাবু মহানগরীর জেসিগুহ রোড এলাকার বাসিন্দা মৃত উলফত উল্লাহ কমিশনারের ছেলে। তিনি নগরীর স্বদেশী বাজারের মহল নামের কাচের দোকানের মালিক।
নিখোঁজ বাবুর স্ত্রী হেনা আক্তার বলেন, আসামি শেফালী ও বাবুল তাঁদের ভাড়াটিয়া ছিলেন। অনেক দিন যাবৎ তাঁরা ভাড়া দিচ্ছিলেন না। এ নিয়ে বাবুর সঙ্গে শেফালী ও বাবুলের বিরোধ চলে আসছিল। ভাড়ার টাকার জন্য চাপ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে কাচের দোকানের গুদামে আগুন লেগেছে বলে বাবুকে জানায়। পরে বাবু তাঁর দোকানে যায় এবং এরপর থেকেই বাবু নিখোঁজ।
বাবুর স্ত্রী আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পরও অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে শেফালী ও বাবুল পালিয়েছে।’ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তাঁর স্বামীকে উদ্ধার করতে পুলিশ সুপারের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে আগে থেকে টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে।’
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
৭ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
১৪ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫