Ajker Patrika

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই যুবক জেলহাজতে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭: ১৫
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই যুবক জেলহাজতে

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে আদালতের মাধ্যমে আজ সোমবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার মধ্যরাতে ময়মনসিংহ র‍্যাব-৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার মো. জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর (৩০) এবং মো. শাহিন শেখ (২৭)। গতকাল ভালুকা থেকে জাহাঙ্গীর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মো. শহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় গোপন করে জাহাঙ্গীর সুমন ছদ্মনামে কথা বলতেন। কথা বলার একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রী ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বই আনতে স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ফেরার পথে বিয়ের কথা বলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় ভালুকা ও পরে ময়মনসিংহে নিয়ে যান সুমন। ময়মনসিংহে ঘোরাঘুরির পর সুমন ওই ছাত্রীকে গফরগাঁও নিয়ে যান। রাতে অটোরিকশায় ভালুকার একটি খোলা মাঠে নিয়ে সুমনসহ চার বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করেন। ভোরে ওই ছাত্রীকে ফেলে চলে যান সুমন ও তাঁর বন্ধুরা। 

এ ঘটনার পর মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে প্রেমিকসহ চারজনকে অজ্ঞাতনামা আসামি করে ভালুকা থানায় মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত