Ajker Patrika

মেলান্দহে বিয়ের আসরে কনেকে রেখে পালাল বর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মেলান্দহে বিয়ের আসরে কনেকে রেখে পালাল বর

জামালপুরের মেলান্দহে বিয়ে উপলক্ষে কনের বাড়িতে চলছিল জাঁকজমক অনুষ্ঠান। কনের বয়স মাত্র ১৫ বছর—এ খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিষয়টি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বর পালিয়ে যান। উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ওই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে এবং তার বয়স ১৫ বছর এমন খবর পান জামালপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান। তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান। পরে রাত ১২টার দিকে পুলিশ নিয়ে ইউএনও বিয়ে বাড়িতে হাজির হন। বিষয়টি টের পেয়ে বর দৌড়ে পালিয়ে যান। পরে বন্ধ করে দেওয়া হয় বিয়ে।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচাতে সফল হই।’

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। সঠিক সময়ে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত