Ajker Patrika

রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

শেরপুর প্রতিনিধি
রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

শেরপুরে বড় বোনের সঙ্গে কবিরাজের বাড়ি যাওয়ার পথে এক স্বামী পরিত্যক্তা তরুণী (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে অভিযুক্ত মো. হাফিজুর রহমান মন্টুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ওই এলাকার মো. সুরুজ্জামানের ছেলে মো. হাফিজুর রহমান মন্টু (৩৫) ও মো. আজাদ মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৭)। ঘটনার পর থেকেই আলম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা ওই তরুণী গাজীপুরে থাকেন। তিনি গত তিন দিন আগে শেরপুর শহরের বড় বোনের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি তাঁর বড় বোনের সঙ্গে সদর উপজেলার এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মো. হাফিজুর রহমান মন্টু ও মো. আলম মিয়া তাঁদের দুই বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি লেবু বাগানের নিয়ে যান। সেখানে বড় বোনকে পাশে আটকে রেখে ভুক্তভোগী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তাঁরা। এরপর সেখানে তাঁদের রেখে পালিয়ে যান মন্টু ও আলম। পরে ভুক্তভোগী তরুণীকে সঙ্গে নিয়ে তাঁর বড় বোন ওই দিন রাতেই মন্টু ও আলমের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদের নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সারোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার, এসআই রুবেল মিয়া, এসআই সুমন মিয়া, এসআই সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুর রহমান মন্টুকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বড় বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত