Ajker Patrika

ধর্ষণের শিকার বাক্‌প্রতিবন্ধী তরুণী, ফেসবুকে ছবি দেখে অভিযুক্ত শনাক্ত 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৬: ৫২
ধর্ষণের শিকার বাক্‌প্রতিবন্ধী তরুণী, ফেসবুকে ছবি দেখে অভিযুক্ত শনাক্ত 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণের শিকার হন বাক্‌প্রতিবন্ধী এক তরুণী (২৪)। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ঘটনার ২২ সপ্তাহ পর ফেসবুকে ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম (২৮) নামে একজনের বিরুদ্ধে পাগলা থানায় মামলা হয়েছে। 

অভিযুক্ত জহিরুল ইসলাম পাগলা থানার পাইথল ইউনিয়নের খিলপাড়া গ্রামের মো. নাছির মিয়ার ছেলে। আজ রোববার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, গত শুক্রবার (২৭ মে) রাতে ওই বাক্‌প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন সকালে ওই তরুণীর শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তরুণীর জবানবন্দি সংগ্রহের জন্য আদালতে পাঠানো হয়। 

ভুক্তভোগী তরুণীর বাবা জানান, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁর বাক্‌প্রতিবন্ধী মেয়েকে নিজ বাড়িতে ধর্ষণ করে জহিরুল ইসলাম। কথা বলতে না পারায় পরিবারকে তাঁর মেয়ে বিষয়টি জানাতে পারেননি। এভাবেই ঘটনাটি চাপা পড়ে যায়। 

কিছুদিন আগে মেয়েটি জন্ডিস রোগে আক্রান্ত হলে গ্রামের কবিরাজি ওষুধ খাওয়ানোর পর জন্ডিস ভালো হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ মে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে আলট্রাসনোগ্রাফি করানোর পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয় তাঁর পরিবার। 

তবে এ ঘটনায় মেয়েটি কারো প্রতি ইঙ্গিত করেও কিছু জানাতে পারেননি। এমতাবস্থায় গত সপ্তাহে পরিবারের লোকজন বুদ্ধি খাঁটিয়ে ফেসবুক থেকে এলাকার কিছু বখাটে ছেলের ছবি দেখালে মেয়েটি জহিরুল ইসলামকে ধর্ষক হিসেবে শনাক্ত করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে জহিরুল এলাকা ছেড়ে পালিয়ে যান। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, এ ঘটনা নিয়ে এলাকায় সামাজিকভাবে দেনদরবার হয়েছে। এই সুযোগে অভিযুক্ত পালিয়েছে। তবে তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত