Ajker Patrika

নকল স্বর্ণের বার বেচতেন তাঁরা

প্রতিনিধি
নকল স্বর্ণের বার বেচতেন তাঁরা

শেরপুর: শেরপুরে ছয়টি নকল স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার প্রতাবিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের চাপাতলী এলাকার দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৮)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, শেরপুরে একটি চক্র দীর্ঘদিন ধরে সরল মানুষকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার প্রতাবিয়া এলাকায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। ওই সময় স্থানীয় বাসিন্দা আবেদ আলীর বসতবাড়ি থেকে ছয়টি নকল স্বর্ণে বারসহ ভুলু মিয়া ও ফারুক হোসেনকে হাতেনাতে ধরা হয়।

সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে আজ রোববার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত