Ajker Patrika

ঈশ্বরগঞ্জে ওয়ালটন প্লাজায় তালা ভেঙে মালামাল চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩৩
ঈশ্বরগঞ্জে ওয়ালটন প্লাজায় তালা ভেঙে মালামাল চুরি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওয়ালটন প্লাজা নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে চর হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চোর চক্র প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করা সম্ভব হতে পারে। আশা করি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করা যাবে।’ 

ওয়ালটন প্লাজার ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার নাঈম মো. সাদী খান জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠানে তালা দিয়ে বাসায় চলে যান তিনি। পরে আজ শনিবার সকাল ৮টার দিকে প্রতিষ্ঠান খুলতে এসে দেখেন গেটের তালা ভাঙা। এরপর ভেতরে প্রবেশ করে দেখেন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি থানায় খবর দেন। 

সাদী খান বলেন, ‘এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন, ফ্যান, রাইস কুকার, প্রেশার কুকারসহ বিভিন্ন ধরনের মালামাল চোর চক্র নিয়ে গেছে। প্রতিষ্ঠানের ভাউচার ও পণ্যের হিসেব মিলিয়ে দেখা গেছে, প্রায় ২০ লাখ টাকার মালামাল চোর চক্র নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত