Ajker Patrika

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: আহত সেই নারী শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৬: ৩৩
চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: আহত সেই নারী শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে আহত নারী শ্রমিক মোছা. শামছুন্নাহার (৩৮) মারা গেছেন। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের মাওনায় গার্মেন্টস থেকে কাজ শেষে গত শুক্রবার রাত সাড়ে ৯টার বাসে ভালুকা ফিরছিলেন শামছুন্নাহার। ভালুকার সিডস্টোর এলাকায় বাসের সব যাত্রী নেমে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের মসজিদ এলাকায় তাঁকে ধর্ষণচেষ্টা চালান বাসের চালকসহ তিন সহযোগী। এ সময় নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন শামছুন্নাহার। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই মমেক হাসপাতালে পাঠায়। 

নিহতের ছেলে মো. সজীব বলেন, ‘আমরা দুই ভাইকে পড়াশোনা করানোর জন্য ৮ থেকে ১০ বছর ধরে মা গার্মেন্টসে কাজ করছিলেন। যারা আমার মায়ের সম্ভ্রমহানির চেষ্টা করে মৃত্যু ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি হোক।’ 

মমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, শামছুন্নাহারের মাথার আঘাত গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ধর্ষকদের হাত থেকে বাঁচতে লাফিয়ে আহত নারী মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসসহ বাসের চালক রাকিব হোসেন, সহকারী আরিফ হোসেন ও আনন্দ দাশকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হলে গতকাল শনিবার বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আজকে রিমান্ড শুনানি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত