এক দিনে ৪০০ ফিলিস্তিনি হত্যা
ফিলিস্তিনের গাজার আল-আহলি আরব হাসপাতাল। এই হাসপাতাল প্রাঙ্গণে একটি, দুটি, তিনটি নয়; অনেক লাশের সারি। হাসপাতালের বাইরে বিভিন্ন স্থানে কম্বলে মুড়িয়ে রাখা হয়েছে লাশ। গাজার আরেক এলাকা আল নাসের হাসপাতালের মর্গের পাশে দেখা গেল আরেক চিত্র। সেখানে জানাজা পড়ানো হচ্ছে। তবে একজনের নয়। একসঙ্গে পাঁচজনের জানাজা হ