Ajker Patrika

কুমারখালীতে ৬টি ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে ৬টি ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা 

কুষ্টিয়ার কুমারখালীতে ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে জেলায় পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। 

জানা যায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরসাদিপুর ইউনিয়নে অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ভাটা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জেলায় পরিবেশ অধিদপ্তর। এ সময় ৬টি ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ৫টি ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছেএ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৬ ভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানার পর সতর্ক করা হয়েছে। এ ছাড়া ৫টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। এ সময় আরও উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত