Ajker Patrika

নাশকতা পরিকল্পনার মামলায় ইসলামকাটির ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১: ৪৫
নাশকতা পরিকল্পনার মামলায় ইসলামকাটির ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক গোলাম ফারুককে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাতে উপজেলা ও ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতারা উথালী গ্রামের আমজাদ সরদারের বাড়িতে জনমনে ভীতি তৈরি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গোপন বৈঠক করেন। 

ওই রাতেই উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম (৫৫) ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী মোড়লসহ (৫০) জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) / ২৫ডি ধারায় মামলা (১২ / ২২) করে পুলিশ। মামলায় গোলাম ফারুক এজাহারনামীয় আসামি। 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে। তিনি গত কয়েক দিন ধরে পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত