Ajker Patrika

ইবিতে ব্যাংক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ, স্ত্রী দাবি করা নারী আটক

ইবি প্রতিনিধি
ইবিতে ব্যাংক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ, স্ত্রী দাবি করা নারী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মইনুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। ওই নারীকে নিজেকে মইনুলের স্ত্রী বলে দাবি করেছেন। 

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন এলাকায় এ ঘটনা ঘটে। 

ব্যাংক কর্মকর্তা মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকে কর্মরত। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক নারীর নাম শামীমা আক্তার (৩৫)। আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় বাগ্‌বিতণ্ডা করতে দেখা যায় অভিযুক্ত শামীমা আক্তার ও আহত মাইনুল ইসলামকে। এর কিছুক্ষণ পর মাইনুল দৌড়াতে দৌড়াতে ঝালচত্বর এলাকায় ‘বাঁচান বাঁচান’ বলে চিৎকার করেন। তাঁর গলায় জখম দেখে উপস্থিত অন্য কর্মকর্তারা তাঁকে ইবি মেডিকেলে নিয়ে যান। অভিযুক্ত নারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাঁকে ধরে ফেলে। পরে প্রশাসনিক ভবনে আটকে রাখা হয়। 

অভিযুক্ত শামীমা আক্তার দাবি করেন, তিনি মইনুলের স্ত্রী। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি আমার স্বামী। কিন্তু মইনুল হোসেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করেন না। আমি তাঁকে গলায় জখম করিনি বরং মইনুল আমাকে জখম করে হত্যার চেষ্টা করেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংক ইবি শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান হাসিব বলেন, ‘মামলার প্রক্রিয়া চলমান। ওই কর্মকর্তার স্ত্রী এখন তাঁর সঙ্গে কুষ্টিয়া হাসপাতালে আছেন। তিনি এলে থানায় মামলা করা হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। পুলিশ ওই নারীকে আটক করেছে।’ 

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘প্রশাসনিক ভবন এলাকায় মাইনুল নামের ব্যাংক কর্মকর্তার গলায় এক নারী ধারালো কিছু দিয়ে পোঁচ দিয়ে জখম করেছেন—এমন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীকে আপাতত থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত