Ajker Patrika

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় একটি ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোহাম্মদ আয়ুব আলি সেখের মেয়ে। 

নিহত আরিফা বেগমের মা আমেনা জানান, আরিফা ২০১৩ সালে প্রেমের সম্পর্কের জড়িয়ে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলালকে (২৫) বিয়ে করেন। তাঁদের সংসারে ১৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। তারা খুলনা শহরে ভাড়া বাসায় থাকতেন। 

নিহতের বাবা মোহাম্মদ আয়ুব আলি সেখ বলেন, তার মেয়েকে প্রায়ই স্বামী মারধর করত। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তানকে নিয়ে শ্যামবাগাত এলাকার আব্দুল মান্নানের ভাড়া বাড়িতে ওঠেন।

নিহত আরিফা বেগমের পাশের ভাড়াটিয়া আঞ্জুমান আরা বেগম ও স্থানীয়রা জানান, তার স্বামী হেলাল গতকাল এখানে এসে ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ হেলাল পলাতক রয়েছে। হত্যার কারণ তদন্ত উদ্‌ঘাটন ও অভিযুক্ত মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত