Ajker Patrika

মৃত সন্তান প্রসবের ‘অপরাধে’ গৃহবধূকে মারধর

প্রতিনিধি, বাগেরহাট
আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২: ৪৮
মৃত সন্তান প্রসবের ‘অপরাধে’ গৃহবধূকে মারধর

বাগেরহাটের রামপালে মৃত সন্তান প্রসবের অপরাধে ঝর্ণা বেগম (৩৭) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী ও বড় সতিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই গৃহবধূ চার দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আহত ঝর্ণা বেগম রামপাল উপজেলার কুমলাই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

ঝর্ণার পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর কোনো সন্তান না হওয়ায় ২০২০ সালের ৩ জুলাই পারিবারিকভাবে ঝর্ণাকে বিয়ে করেন একই গ্রামের তৈয়ব ফকিরের ছেলে ব্যবসায়ী হান্নান ফকির। বিয়ের কিছুদিন পরে ঝর্ণা সন্তানসম্ভবা হন। কিন্তু ঝর্ণার সন্তান গর্ভেই মারা যায়। ২০২১ সালের ৭ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে মৃত সন্তান অপসারণ করা হয়। মৃত সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই স্ত্রীকে দেনমোহরের টাকা দিয়ে তালাকের ঘোষণা দেন হান্নান ফকির। কিন্তু ঝর্ণা তালাক না দেওয়ায় তাঁকে প্রতিনিয়ত মারধর করা হতো। পরে গত ১০ আগস্ট বেলা ১১টার সময় বড় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঝর্ণাকে বেদম মারধর করেন তিনি। এর কয়েক দিন আগেও একইভাবে ঝর্ণাকে মারধর করেন হান্নান ও তাঁর বড় স্ত্রী। এতে গুরুতর আহত হলে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন ঝর্ণা বেগম। 

এ বিষয়ে আহত ঝর্ণা বেগম বলেন, আমার কোনো অপরাধ নেই। গর্ভের সন্তান মরে যাওয়াটাই আমার অপরাধ। সন্তান মারা যাওয়ার আগে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করত। এখন কথায় কথা আমার স্বামী আমাকে বলে, তোকে আমি রাখব না, তুই চলে যা। তোকে আমার আর দরকার নেই। আমি আবার বিয়ে করব। কাবিনের ৫০ হাজার টাকা নিয়ে তুই আমার বাড়ি থেকে বিদায় হ।

ঝর্ণা বেগম আরও বলেন, যেভাবে হোক আমি আমার সংসার করতে চাই। আমি সংসার ছেড়ে যাব না। 

ঝর্ণার ভাই রাসেল গোলদার বলেন, সতিনের সংসার হলেও বিয়ের পড়ে ভালোই ছিল আমার বোন। বোনজামাইয়ের ব্যবসার জন্য আমরা বিভিন্ন সময় লক্ষাধিক টাকাও দিয়েছি। কিন্তু বোনের গর্ভের সন্তান মারা যাওয়ার পর থেকে বোনজামাই তাঁর ওপর অত্যাচার শুরু করেন। আমরা এর বিচার চাই। 

ঝর্ণার বৃদ্ধ বাবা গোলাম মোস্তফা বলেন, একটা মেয়ের সন্তান মারা যেতেই পারে। এখানে তো মানুষের কোনো হাত নেই। এ জন্য আমার মেয়ের ওপর অমানুষিক অত্যাচার চালাতে হবে? এটা কোন ধরনের কাজ? 

এ বিষয়ে জানতে হান্নান ফকিরকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

রামপাল থানার ওসি মো. সামছউদ্দিন বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত