Ajker Patrika

কুষ্টিয়ার আ.লীগ নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা, ৫ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮: ০২
কুষ্টিয়ার আ.লীগ নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা, ৫ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা আওয়ামী লীগের নেতা মেহেরুল ইসলাম ও কলেজশিক্ষক মোহনকে গুলি করে হত্যার ঘটনায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা জরিমানাসহ আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে নিপু ওরফে কামাল রেজা, আড়ুয়াপাড়া এসবি রোডের আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম, ইদ্রিস আলীর ছেলে তারিক পরামাণিক, ইয়াকুব আলী সড়কের নবির আলীর ছেলে রায়হান আলী ও সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার চাঁদ আলীর ছেলে সিদ্দিক ওরফে বাংলাভাই। সিদ্দিক ওরফে বাংলাভাই পলাতক।

এ ছাড়া এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার এক আসামি পলাতক থাকায় বাকি আসামিদের উপস্থিতিতেই এই মামলার রায় ঘোষণা করেন আদালত। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। 

কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ আগস্ট কুষ্টিয়ার ভেড়ামারা বাজার এলাকায় একটি দোকানের পাশে বসে ছিলেন ভেড়ামারা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম, কলেজশিক্ষক মোহনসহ আরও কয়েকজন। এ সময় হঠাৎ মোটরসাইকেল যোগে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে আওয়ামী লীগ নেতা মেহেরুল ইসলাম এবং কলেজশিক্ষক মোহন মারা যান। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও কয়েকজন। 

এই ঘটনার দুই দিন পর ভেড়ামারা থানা এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ১৬ জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২২ জুলাই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন  তদন্তকারী কর্মকর্তা আজমখান। পরে দীর্ঘ শুনানি শেষে এবং ১৬ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রোববার মামলার রায় ঘোষণা করেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব

বাসররাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

‘ইউএস ব্র্যান্ড এখন টয়লেটে’—ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে জেক সুলিভানের ক্ষোভ

মেয়েকে ১০ মাস আটকে রেখে ধর্ষণ, মা ও সৎবাবা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত