Ajker Patrika

মনিরামপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনিরামপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে তমা বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। আজ শুক্রবার সকালে মামা বাড়িতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তমা।

মৃত তমা খুলনার ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের সুভাষ বিশ্বাসের মেয়ে। তিনি রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ৫ বছর বয়স থেকে মনিরামপুরের হানুয়ার গ্রামে মামা উত্তম বিশ্বাসের বাড়ি থাকতেন। 

জানা যায়, মনিরামপুর উপজেলার মশ্মিমনগরের হাজরাকাটি গ্রামের সোহেল নামে এক ছেলের সঙ্গে তমার প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে কথা বলতে বলতে তমা আত্মহত্যা করেছেন। প্রেমিক সোহেল যশোর শহরের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

তমার নানা বলেন, গত ৪-৫ দিন ধরে কার সঙ্গে যেন তমা মোবাইলে বারবার কথা বলত। মোবাইলে তাঁদের দু'জনের ঝগড়া হতো। কিন্তু তমা ছেলেটির বিষয়ে আমাদের কিছু জানায়নি। আজ ভোরেও ওই ছেলের সঙ্গে কথা বলে তমা। 

তমার নানা আরও বলেন, আজ সকাল পৌনে ৮টার দিকে আমার মোবাইলে একটা কল আসে। আমি ফোন ধরলে ওপাশ থেকে পুরুষ কণ্ঠে একজন বলেন দ্রুত তমার ঘরে যান। দেখেন ও কি করছে। আমি লোকটার পরিচয় জানতে চাইলে তিনি নাম বলেননি।

পরে আমি দৌড়ে গিয়ে তমার ঘরের দরজা ভেঙে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। তমাকে নামানোর পর জানতে পারি আমার নাতনি মারা গেছে। 

এ ব্যাপারে জানতে তমার প্রেমিক সোহেলকে মোবাইল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত