Ajker Patrika

ভুট্টা খেত থেকে স্কুলছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০: ০২
ভুট্টা খেত থেকে স্কুলছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৪টায় ওই স্কুলছাত্রীর বাড়ির কাছের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ।
 
ফাতেমার বাবা খন্দকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে গেলে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। তাৎক্ষণিক মেয়ের কক্ষে গিয়ে মেয়েকে না পেয়ে আশপাশের স্থানসহ বহু জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। আজ বিকেলে ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া গেল। কারও সঙ্গে শত্রুতা না থাকলেও টাকা লেনদেন নিয়ে একজনের সঙ্গে সমস্যা রয়েছে বলেও উল্লেখ করেন সাইফুল ইসলাম।
 
খবর পেয়ে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বিকেল পৌনে ৬টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি নিহতের বাবা মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ হত্যাকাণ্ড প্রসঙ্গে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, কে বা কারা ফাতেমাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা মহল্লার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা এক ভাই ও এক বোন। এর মধ্যে ফাতেমা ছোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত