Ajker Patrika

ঘরের মেঝেতে স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক

প্রতিনিধি
ঘরের মেঝেতে স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক

খুলনা: খুলনা মহানগরীতে খাদিজা আক্তার রুনু (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মে) দিবাগত রাতে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের মাত্তমডাঙ্গা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।

খাদিজা আক্তার রুনু মাত্তমডাঙ্গার মৃত শহীদের মেয়ে এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মামুনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হাসান জানান, ডুমুরিয়া এলাকার মামুনের সঙ্গে প্রায় ১২ বছর আগে রুনুর বিয়ে হয়। তাঁদের কোন সন্তান নেই। তাঁরা মাত্তমডাঙ্গা এলাকার মিরাজের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। রুনু গ্রামে ঘুরে কাপড় বিক্রি করতেন এবং তার স্বামী মামুন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রুনুর মা আমেনা বেগম জানান, রোববার দুপুরের পর রুনু ও তাঁর স্বামী মামুনের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দুজনের ফোন বন্ধ পেয়ে সন্ধ্যার দিকে ইউপি সদস্য মাহমুদ হাসানের কাছে যান। রাত ১০টার দিকে ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তাঁদের ভাড়া বাড়িতে গিয়ে দেখেন ঘরের মেঝেতে রুনুর মরদেহ পড়ে আছে।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছে। নিহত রুনুর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত