Ajker Patrika

বাগেরহাটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের ফকিরহাটে মধু বাগচী (৩৮) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ জানুয়ারি) রাতে ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে নিজ বাড়ির পাশে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় হত্যাকারীরা। চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্ত্রী তৃপ্তি বাগচী। কর্তব্যরত চিকিৎসক মধুকে মৃত ঘোষণা করেন। 

মরদেহ হেফাজতে নিয়েছে পুলিশ। মধু হোচলা গ্রামের মুকুন্দ বাগচির ছেলে। 

মধুর স্ত্রী তৃপ্তি বাগচী বলেন, ‘অন্যান্য দিনের মতো ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়িতে আসে সে (মধু)। পরে ফকিরহাট উপজেলা সদরের আট্টাকা স্কুল মাঠে হাডুডু খেলা দেখতে যায়। সন্ধ্যা ৭টার পরপর হঠাৎ করে বাড়ির পাশে তার আর্তচিৎকার শুনি। দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ 

ফকিরহাট থানার ওসি আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ‘মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রোববার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ 

ওসি আরও বলেন, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত ও হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত