Ajker Patrika

অর্ধকোটি টাকার গরু নিয়ে উধাও ব্যবসায়ী

প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২১, ১০: ১১
অর্ধকোটি টাকার গরু নিয়ে উধাও ব্যবসায়ী

মনিরামপুর (যশোর): প্রায় ৫০ জনের কাছ থেকে অর্ধকোটি টাকার গরু বাকিতে নিয়ে নিখোঁজ হয়েছেন যশোরের মনিরামপুরের বজলুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ী। সাত মাস ধরে তিনি আত্মগোপনে রয়েছেন। বজলুর রহমান উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী। 

বজলুরের খোঁজ পেতে এবং টাকা উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। ব্যবসায়ীর পরিবারের লোকজনও তাঁর বিষয়ে মুখ খুলছেন না। 

উপজেলার আম্রুঝুটা গ্রামের শিক্ষক মদন মোহন হালদার বলেন, ১ লাখ ১০ হাজার টাকা দাম ধরে আমার একটা গরু নিয়ে যায় বজলুর। গরু হাটে বিক্রি করে গত বছরের ২১ নভেম্বর সন্ধ্যায় টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত টাকা নেই, বজলুরেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতেও কোনো কাজ হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। 

খাটুয়াডাঙ্গা গ্রামের আবু তাহের বলেন, সাত মাস আগে ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু ও কিছু নগদ টাকা ধার নেন বজলু। পরদিনই মনিরামপুরের হাটে গরু বেঁচে টাকা পরিশোধের কথা ছিল তাঁর। এরপর থেকে বজলুর মোবাইল ফোন বন্ধ রয়েছে। 

একইভাবে বজলুর বিরুদ্ধে গরু নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন-আম্রুঝুটা গ্রামের মশিয়ার মোড়ল, কার্ত্তিক রায়, মতিয়ার রহমান, আমজাদ গাজী, খাটুয়াডাংগা গ্রামের নওয়ব আলি, নাছির উদ্দিন, তাজাম্মুল ইসলাম, মনিরুল ইসলামসহ প্রায় ৫০ জন ভুক্তভোগী। তাঁরা জানান, বজলুর বহুদিন ধরে গরুর ব্যবসা করেন। তাঁর লেনদেন ভালো ছিল। তিনি এলাকা থেকে বাকিতে গরু কিনতেন। আবার টাকা দিয়ে দিতেন। সেই বিশ্বাসে সবাই তাঁর হাতে গরু তুলে দিতেন। হঠাৎ করেই সাত মাস আগে বজলু গরুর মালিকদের সঙ্গে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি উধাও হয়ে যান। এলাকার লোকজন তাঁর কাছে প্রায় ৫০ লাখ টাকা পাবেন। 

বজলুর রহমানের স্ত্রী আছিয়া বেগম বলেন, `কয়েক মাস আগে মনিরামপুর হাটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। এরপর আর ফেরেননি। আমরাও তাঁর খোঁজ পাচ্ছি না। তিনি মোবাইল বন্ধ করে রেখেছেন। লোকজন ওনার কাছে কিছু টাকা পাবে।' 

মনিরামপুর থানার এএসআই কাজল চ্যাটার্জি বলেন, মদন মোহন নামে এক ব্যক্তি বজলুর রহমানের কাছে লক্ষাধিক টাকা পাবেন এমন দাবি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে আমি একাধিকবার বজলুর রহমানের ঠিকানায় যোগাযোগ করেছি। স্বজনেরা তাঁর কোনো খোঁজ দিতে পারছেন না। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তবে বজলুর রহমানের উধাও হওয়ার ব্যাপারে থানায় কোনো ডায়েরি করেনি তাঁর পরিবার। 
 
স্থানীয় দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার বলেন, গরু নিয়ে টাকা না দেওয়ার ব্যাপারে বজলুর রহমানের বিরুদ্ধে কয়েকজন আমাকে জানিয়েছেন। কেউ লিখিত অভিযোগ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত