Ajker Patrika

রপ্তানিযোগ্য চিংড়িতে ‘অপদ্রব্য’ পুশ বন্ধে দেবহাটায় পুলিশের অভিযান

দেবহাটা প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৭: ০৮
রপ্তানিযোগ্য চিংড়িতে ‘অপদ্রব্য’ পুশ বন্ধে দেবহাটায় পুলিশের অভিযান

সাতক্ষীরায় রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে ‘অপদ্রব্য’ পুশ বন্ধে অভিযান চালিয়েছে দেবহাটা থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পারুলিয়া, গাজীরহাটসহ আশপাশের বেশ কয়েকটি মৎস্য শেড, অকশন সেন্টার ও রপ্তানিকারক ডিপোতে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন দেবহাটা থানা-পুলিশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার। এ সময় দেবহাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়ি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে ওসি মো. বাবুল আক্তার বলেন, ‘বিশ্ববাজারে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে। এটি সাতক্ষীরার অন্যতম একটি ব্র্যান্ড। চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সে জন্য সাতক্ষীরা তথা বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ না করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

চিংড়ি বণিক সমিতি সূত্রে জানা যায়, অতিরিক্ত মুনাফার আশায় সাতক্ষীরার একশ্রেণির অসাধু চিংড়ি ব্যবসায়ী ও ডিপো মালিক দীর্ঘদিন ধরে বাগদা ও গলদা চিংড়িতে ইনজেকশনের সুই ও সিরিঞ্জের মাধ্যমে সাগুদানা, জেলি এবং ফিটকিরি, চিড়া, ভাত ও পানির মিশ্রণসহ নানা অপদ্রব্য পুশ করে চিংড়ির আকার ও আয়তন বৃদ্ধির মাধ্যমে গ্রেড আকারে চড়া দামে বিক্রয় ও বিদেশে রপ্তানি করছেন। এতে একদিকে যেমন দেশের সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, ঠিক তেমনই বিশ্ববাজারে ক্রমাগত চাহিদা হারাচ্ছে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি। 

তবে সম্প্রতি অপদ্রব্য পুশ বন্ধে একের পর এক জরিমানাসহ কার্যকর পদক্ষেপ নিয়েছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতি। এতে পারুলিয়াতে অপদ্রব্য পুশ প্রায় পুরোপুরি বন্ধ হওয়ায় উপজেলার গাজীরহাট, টিকিট, পুটিমারী, সুবর্ণাবাদ, বড়শান্তা, আশাশুনির বদরতলা ও ব্যংদহা এলাকার মৎস্য শেডগুলো ও বিভিন্ন বাসাবাড়িতে চিংড়িতে অপদ্রব্য পুশে ঝুঁকেছেন অসাধু ব্যবসায়ীরা। 

তা ছাড়া সম্প্রতি খুলনা থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ী সাতক্ষীরার বিভিন্ন মৎস্য শেড থেকে বাগদা ও গলদা চিংড়ি কিনে তা খুলনায় নিয়ে অপদ্রব্য পুশ করে সাতক্ষীরার চিংড়ির সুনাম ও চাহিদা নষ্ট করছেন বলেও অভিযোগ করেছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত