Ajker Patrika

চৌগাছায় ২ ক্লিনিকের ওটি-প্যাথলজি বন্ধ করল স্বাস্থ্য বিভাগ 

প্রতিনিধি, চৌগাছা (যশোর)
চৌগাছায় ২ ক্লিনিকের ওটি-প্যাথলজি বন্ধ করল স্বাস্থ্য বিভাগ 

যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিদর্শনে দু'টি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজিক্যাল টেস্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিদর্শন শেষে এ নির্দেশ দেওয়া হয়। 

জানা যায়, শহরের পল্লবী ক্লিনিক, নোভাএইড ক্লিনিক, মায়ের দোয়া ক্লিনিক, কপোতাক্ষ ক্লিনিক, মধুমতি প্রাইভেট হাসপাতাল ও বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত পরিদর্শন করেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে একটি দল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যশোরের সহকারী সিভিল সার্জন ডা. শাহীনুর সামাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহমেদ ও চৌগাছার আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম। 

এ বিষয়ে ডা. শেখ আবু শাহীন বলেন, শহরের ৬টি বেসরকারি ক্লিনিকে নিয়মিত পরিদর্শন করা হয়েছে। এ সময় পর্যাপ্ত চিকিৎসক, নার্স না থাকাসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। সেগুলো সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়। 

সিভিল সার্জন আরও বলেন, মধুমতি প্রাইভেট হাসপাতাল ও মায়ের দোয়া প্রাইভেট ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজিক্যাল টেস্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত